রাজধানীর উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী মার্কেটের সামনে কাভার্ডভ্যান চাপায় ইব্রাহিম হোসেন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের তেজগাঁও শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার (রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় কাভার্ডভ্যানটির চালক সোহাগ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। গাড়িচাপায় গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা ইব্রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে আটটায় মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আজমান জানান, উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গাড়িটি ইব্রাহিমের কোমরের ওপর দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
নিহতের সহকর্মী মাহবুব আহমেদ জানান, ইব্রাহিম খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর একটি বাসায় থাকতেন। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার কাশেমগঞ্জ গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। নিহত ইব্রাহিমের দুইটি কন্যা সন্তান রয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, পাঁচ টনের একটি কাভার্ডভ্যান ওই ব্যাংক কর্মকর্তাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান। এই ঘটনায় গাড়িচালক সোহাগ হোসেনকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।