ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেছেন চরমোনাই পীর মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি, মুহাম্মাদ মুনতাসির আহমদকে সহ-সভাপতি এবং শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।
কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণের কাফেলা। সাহাবাদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেন, জুলাই আগষ্ট এর অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ব্যানার নিয়ে আওয়াজ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এই সংগঠনের অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলো। অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছি তিনি যেন মানুষের আক্বিদা ও বিশ্বাসের বিরুদ্ধে না যায়। তারপরও আপত্তি করার পরেও ফারুকীকে সরিয়ে দেয়া হয়নি। আশাকরি সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবেন।
কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস। এ সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে। সাহসিকতার সঙ্গে মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছে।
ফয়জুল করীম অভিযোগ করেন, ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়। আমরাও প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ উপবাস বা ক্ষুধার্ত থাকলেও কারও কাছে মাথা নত করবে না।