কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এইঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করেন। পরে দুইটার দিকে চুরি হওয়া রুমে কালেকশন’র ২ লাখ ৮৬ হাজার টাকা রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে। এ সময় টাকার সাথে তার স্ত্রীর স্বর্ণের চেইন, গলার হার, হাতের রুলি, আংটিসহ প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালংকার খোয়া গেছে। দরজার হুক ভিতর থেকে ভাঙ্গা রয়েছে, তার ধারণামতে ঘরের ভিতরে লোক আগে থেকে ওৎপেতে ছিল।

তবে এ ঘটনায় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতার নিয়ে ক্ষোভ জানান, মহাসড়কের পাশে এমন চুরি হওয়ায় তিনি হতবাক।

অপরদিকে একই রাতে সাংবাদিক জুয়েল ফরাজী বাসায় চুরির ঘটনা ঘটে এ সময় বাসায় থাকা নগদ ১০ হাজার টাকাসহ গলার চেইন আংটিসহ তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রটি।

জুয়েল ফরাজী জানান, তার পরিবারের লোকজন বাসায় ছিল না। তিনিও ব্যবসায়িক কাজে কুয়াকাটা ছিলেন। সকালে তাকে প্রতিবেশীরা তাকে ফোন দিয়ে জানায় তার দরজা খোলা। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে এসে দেখে তার বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে আছে । টাকা স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে মহিপুর থানার ওসি ( তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্র সনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *