এসিল্যান্ড ইয়াসীন সাদেকের মানবিক উদ্যোগে মানসিক ভারসাম্যহীন লিমনকে ফিরে পেল পরিবার

রাসেল মোল্লা, কলাপাড়া : কলাপাড়ায় সদ্য যোগদান করা এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ইয়াসীন সাদেক এর মানবিক উদ্যোগে স্বজন ফিরে পেল হারিয়ে যাওয়া মাগুড়ার হাজীপুরের মোঃ লিমন ইসলাম (গুটে)।

জানাগেছে, গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুয়াকাটায় মাগুরার হাজীপুর বণিক সমিতির পিকনিকে এসে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে হারিয়ে যায় ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন লিমন। বিষয়টি জানতে পেরে কলাপাড়ায় সদ্য যোগদান করা এসিল্যান্ড ইয়াসীন সাদেক প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করার পাশাপাশি তার অফিসিয়াল ফেসবুকে একটি ছবিসহ হারানো বিজ্ঞপ্তি পোস্ট করেন। ওই পোস্টটি কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মো: ইমরান নামে একজন ইমারত নির্মাণ কর্মী দেখতে পায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে চাকামইয়া মুন্সিবাড়ি বাজার এলাকায় একটি চায়ের দোকানে লিমনকে তার চোখে পড়ে। ফেসবুক পোস্টটির সঙ্গে মিলিয়ে জিজ্ঞাসাবাদ করলে লিমনের পরিচয় নিশ্চিত হন। এরপর স্থানীয় মোটরসাইকেল চালক মিরাজ মৃধার সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে সহকারী কমিশনার ভূমি’র কার্যালয় উপস্থিত হন।

কলাপাড়া এসিল্যান্ড, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সাথে পরামর্শ করে রাত ৯ টায় লিমনকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইমরান ও মিরাজ মৃধা’র মহানুভতায় মুগ্ধ হয়ে মাগুরার হাজীপুর এলাকাবাসী তাদের পুরস্কৃত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *