ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি। আগামী পহেলা ডিসেম্বর দায়িত্ব নেবেন জয় শাহ। মঙ্গলবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির বার্তায় বলা হয়, বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তৃতীয় মেয়াদের জন্য তিনি নির্বাচন করবেন না। নভেম্বরে বার্কলের মেয়াদ শেষ হবে।
জয় শাহ জানান, বিশ্বব্যাপী ক্রিকেটকে জনপ্রিয় করতে জোর দেবেন তিনি। ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করতে চান তিনি।
তিনি আরও বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ। আমরা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। ক্রিকেটের ফরম্যাটগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা, উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রচার করা গুরুত্বপূর্ণ। ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করাই আমাদের লক্ষ্য।
প্রসঙ্গত, জয় শাহ বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।