দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিজেই মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর বেশ কয়েকটি থানায় (পল্লবী, মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) ঝটিকা সফর করেন তিনি।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি আছে কিনা, সেটিই দেখতে গেছেন তিনি। তবে সব থানায় পুলিশ দায়িত্বশীল থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই। দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, তাদের কোনো ছাড় দেয়া হবে না। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলমান থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *