মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুবিদখালী সরকারি হাই স্কুলের সামনে বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে এ সেবার উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
তিনি বলেন, এখন থেকে বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে ভূমির সেবা গৃহীতারা এসে ভূমি উন্নয়ন কর, মিউটেশন,খতিয়ান (পর্চা) ও জমির নকশার জন্য নির্ধারিত ফির মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন।




