উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী:
ঝালকাঠি থেকে চুরি হওয়া চারটি চোরাই গরু উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ঝালকাঠি থানার গাবারাম চন্দ্রপুর ইউনিয়নের জামাল শিকদারের বাড়ির সামনে থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মোঃ ফারুক মল্লিকের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়। ওই দিনই গরু চুরির বিষয় অজ্ঞাত আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঝালকাঠি সদর থানার গাবারাম চন্দ্রপুর ইউনিয়নের জামাল সিকদারের বাড়ির সামনে রাস্তার উপর হইতে একটি মিনি পিকআপ ও ৪টি গাভী গরু উদ্ধার করে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন,গোপন তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে পিকআপ বোঝাই চারটি গরু উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়।
মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের গরুর মালিক ফারুক মল্লিক থানায় এসে নিজেদের গরু শনাক্ত করেছেন।




