কলাপাড়ায় কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাওভাঙ্গ সালেহিয়া ফাজিল মাদ্রাসা এন্ড টেকনিক্যাল বি এম টি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। সোমবার (১২ মে) সকাল ১১ টার দিকে কলেজ গেট থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি পাখিমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে নাওভাঙ্গা  কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সকল সদস্যসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

আনন্দ মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন এর সঞ্চালনায় এবং সভাপতি মো. জাকারিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. হুময়ুন কবির আশ্রাফ, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মুন্না, ইউনিয়ন ছাত্রদল যুগ – সাধারণ সম্পাদক মো. মুরসালীন, নবগঠিত কমিটির সিনিয়র সহ- সভাপতি আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক মো. রাইহান, সাংগঠনিক সম্পাদক মো. জাবের প্রমূখ।

এ সময় নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বক্তারা বলেন আগামী সাংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে কাজ করতে হবে এবং ১১৪ পটুয়াখালী – ৪ আসনের জনবান্ধন নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করত হবে। ছাত্রদলের সুষ্ঠু নেতৃত্বে কলেজ ছাত্রদল এগিয়ে যাবে এবং সুসংগঠিত হবে এই প্রত্যাশা রাখেন বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *